বীর মুক্তিযোদ্ধা ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অবসর নেয়া যুগ্ম-সচিব শাহজাহান শিকদার (৮২) বার্ধক্যজনিত কারণে ঢাকা মোহম্মদপুর এলাকার নিজ বাসায় অসুস্থাবস্থায় সোমবার বিকেল সোয়া চারটায় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতী নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল নয়টায় আগৈলঝাড়া উপজেরার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের পৈত্রিক বাড়িতে মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন ছাড়াও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ মুসুল্লীরা ।
পরে উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার নেতৃত্বে¡ থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পৈত্রিক বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
#চলনবিলের আলো / আপন