বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ার বেহাল দশায় ফাজিলনগর সড়ক

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১, ৩:৪২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের কাচা সড়ক পথের বেহাল দশা হয়েছে। গ্রামটির জনগনকে বেশ দুর্ভোগে চলাচল করতে হচ্ছে।উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামের কাচা সড়কটির বিভিন্ন জায়গায় কাদা পানি জমে আছে। অনেক জায়গা বড় ছোটো গর্তে ভরপুর হয়ে আছে। কবরস্থানের পাশে সড়কের দীর্ঘ অংশে কাদা পানি জমে আছে। এমন দশা আরো ক’জায়গায়। সড়কের কাদা পানির মাঝেই পায়ে হেটে চলতে হচ্ছে । গ্রামবাসীরা জানায় গত কদিনের বৃষ্টিতে এমন দশা হয়েছে।

সরেজমিনে গতকাল শনিবার বিকেলে দেখা গেছে সড়কের কবরস্থানের কাছে ধান বোঝাই চারটি ভ্যান কাদা পানির মাঝেই ঠেলে নেওয়া হচ্ছে । প্রতিবেদককে মনিরুল ইসলাম, আমির হোসেন, সোবাহান মন্ডল জানান অন্য কোনো উপায় না থাকায় ধান বোঝাই ভ্যানগুলো এভাবে ঠেলে পার করতে তাদের বেশ কষ্ট হচ্ছে। গ্রামটির শুশীল মাহাতো বলেন সড়কের এমন দশায় পায়ে হেটে বেশ দুর্ভোগে তাদেরকে চলাচল করতে হচ্ছে।
উধুনিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের সদস্য চিনি ভৌমিক সড়কটির বেহাল দশা স্বীকার করে বলেন ফাজিলনগর বটতলা থেকে গ্রামমুখী সড়কটির আংশিক ইট বিছানো আছে। এর মুখ থেকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় অবধি সড়কের বাকী অংশ ইট বিছানো কিংবা পাকাকরণ হলে দুর্ভোগের অবসান হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর