অপহরনের পর ব্যবসায়ীকে অমানুষিক নির্যাতন করে জিম্মি করে রাখার খবর পেয়ে থানা পুলিশ অপহরনকারীর বাড়ি থেকে আহত অবস্থায় ব্যবসায়ী নিজাম চৌকিদারকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় ব্যবসায়ীর স্ত্রী সিমা বেগমের দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বন্দর থানার লাহারহাট বাসস্টান্ড থেকে পূর্ব শত্রুতার জেরধরে সিরাজুল ইসলামের নেতৃত্বে তার সহযোগি আবু সাঈদ, নোমান কাজী, শামীম খান লিখন, শাহ নেওয়াজ শাহীন, রফিক, নাজমুল হোসেনসহ তাদের অন্যান্য সহযোগিরা ব্যবসায়ী নিজাম চৌকিদারকে মারধর করে অপহরন করে নিয়ে যায়।
পরবর্তীতে অপহরনকারীরা নিজাম চৌকিদারকে সিরাজুল ইসলামের বাড়িকে আটক করে রেখে শারিরিক নিযার্তন চালায়। খবর পেয়ে অপহৃতার পরিবার বিষয়টি বন্দর থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ওইদিন রাতে অভিযান চালিয়ে অপহরনকারী দলের মুলহোতা সিরাজুল ইসলামের বাড়ি থেকে গুরুত্বর জখম ও জিম্মি থাকা অবস্থায় ব্যবসায়ী নিজামকে উদ্ধার করে শেবাচিমে ভর্তি করেন।
এ ঘটনায় নিজাম চৌকিদারের স্ত্রী সিমা বেগম বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেছেন বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার।
#চলনবিলের আলো / আপন