বরিশালের আগৈলঝাড়ায় নৌবাহিনীর ক্যাপ্টেন ডা. আফরিন জাহানকে বহন করা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশঝোপে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা নেভাল একাডেমীতে কর্মরত ক্যাপ্টেন ডা. আফরিন খুলনা থেকে বরিশাল যাবার পথে শনিবার সকাল সাড়ে আটটার দিকে আগৈলঝাড়ার পয়সারহাট পূর্বপার অতিক্রমকালে তাকে বহন করা (ঢাকা মেট্রো খ-১২-৯৬৬৪) প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাঁশঝোপে ঢুকে পরে। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতি হলেও কাপ্টেন ডা. আফরিন অক্ষত রয়েছেন। খরব পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ডা. আফরিনকে নিরাপদে বরিশাল পৌঁছানোর ব্যবস্থা করেন।
#চলনবিলের আলো / আপন