নওগাঁর আত্রাইয়ে রেলওয়ের জায়গায় গড়ে তোলা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় দোকান থেকে অর্থ জরিমানাও আদায় রা হয়। গত বুধবার আত্রাই নদীর দুই তীরে অবস্থিত রেলওয়ের জায়গাগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানার অর্থ আদায় করা হয়।
জানা যায়, বাংলাদেশ রেলওয়ে পাশ্চিমাঞ্চলের বিভাগীয় স্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. নূরুজ্জামান আকষ্মিকভাবে আত্রাইয়ে আসেন। এ সময় তিনি আত্রাইয়ের ঐতিহ্যবাহি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেন। একই সাথে রেলওয়ের জায়গা দখল করার অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নিকট থেকে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ অভিযানে তার সাথে ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, সান্তাহার রেলওয়ে কর্মকর্তা মহসিন আলী, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। অভিযানকালীন ৩টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৩ টি দোকানে তালা লাগিয়ে দেয়া হয়।
#চলনবিলের আলো / আপন