বরিশালের আগৈলঝাড়ায় একটি পাগলা কুকুর স্থানীয় তিন জনকে কামড়ে আহত করেছে।আহতরা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে।
আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের মতিউর রহমানের মেয়ে খাদিজা আক্তার (১০) বাড়ির পাশের রাস্তা পাড় হবার সময় পাগলা কুকুর তাকে কামড়ে আহত করে।
কালুপাড়া গ্রামের আমজেদ সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৮) ও সেরাল গ্রামের মিন্টু বেপারীর মেয়ে সারামনি (৯)কে পাগলা কুকুর কামড়ে আহত করেছে। আহত তিন জনকেই হাসপাতালে ভর্তি করেছে তাদের স্বজনেরা। এদের মধ্যে খাদিজা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত তিন জনের মধ্যে দুই জনকে উপজেলা হাসপাতালে ও এক জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন