বরিশালের আগৈলঝাড়ায় অষ্টম শ্রেণির স্কুল ছাত্রী বিষপান করে হাসপাতালে ভর্তি।চৈতি বাড়ৈর মা উষা বাড়ৈ জানান, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের নরেন বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ জানান, তার মেয়ে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী চৈতি বাড়ৈ (১৩)র সাথে বুধবার দুপুরে
তার পারিবারিক বিষয়ে ঝগড়া হওয়ায় ঘরে থাকা কীটনাশক পান করে চৈতি। কিটনাশক পানে অসুস্থ হয়ে পড়লে পরিবারের ¯^জনেরা উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।উপজেলা স্বাস্থ্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
#চলনবিলের আলো / আপন