সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২১ প্রদান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী জনাব এম নাজিমউদ্দীন আল-আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক সম্পাদক ঢাকা জেলা আওমীলীগ জনাব আসাররুল হাসান আসু, চেয়ারম্যাম চৌধূরী গ্রুপ ও সমাজ সেবক জনাব জাহাঙ্গীর আলম চৌধূরী, প্রাণিবিদ্যা বিভাগ চট্টগ্রাম কলেজের প্রফেসর মুহাম্মদ ইউনুস হাসান চৌধূরী, সভাপতি মহানগর প্রেসক্লাব জনাব অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার। সাবেক ক্রীড়া সম্পাদক বাংলাদেশ মুক্তিযাদ্ধা কল্যাণ সংসদ জনাব বীর মুক্তিযাদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গোলাম কাদের। সভাপতি হৃদয়ে ৭১ সাংস্কৃতিক পরিষদ জনাব লায়ন আবুল কালাম আজাদ। এ্যাডভোকেট জজ কোর্ট ঢাকা জনাব মো আল-আমিন হোসেন বিপ্লব। দপ্তর সম্পাদক বাংলাদেশ ন্যাশনাল এ্যালাইন্স রুখসানা আমিন সুরমা। সদস্য ধর্ম বিষক উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ লায়ন জেবিন সুলতানা কান্তা। সদস্য ধর্ম বিষক উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ রুমা আক্তার। বিশিষ্ট সমাজ সেবক ও রাজনিতীবিদ জনাব মো হারুন অর রশিদ। বিশিষ্ট সমাজ সেবক, লেখক ও কলামিস্ট জনাব কবি এম আর মজ্ঞু। সংরক্ষিত আসন সদস্য -৩ নং ওয়ার্ড জেলা পরিষদ, মুন্সিগঞ্জ আকলিমা আখি। সমাজ সেবক ও রাজনিতীবিদ।
উক্ত উষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটির জনাব প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী।
জনাব সোহেল চৌধূরী, সমাজ সেবক ও রাজনিতীবিদ হিসেবে সমাজে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২১ পেলেন। এ বাদেও আরো বেশ কিছু গুনি জন উক্ত স্মৃতি সম্মাননা পেয়েছেন এবার। উক্ত সম্মাননা উষ্ঠান বাস্হ্য বিঁধি মেনে একটি সুন্দর অনাড়ম্বর পরিবেশ বজায় রেখে শেষ হয়।
#চলনবিলের আলো / আপন