বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী উপজেলা বালিকা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল। কক্সবাজার সদর উপজেলা বালিকা ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলে নেন।
৬ মার্চ বিকেল ৩ টায় কক্সবাজার মুক্তিযোদ্ধা চত্বর স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরো খেলায় দু’দলের খেলোয়াড়দের মাঝে ছিল টান টান উত্তেজনাপূর্ন লড়াই ৷ উভয় দলের গোল পোস্টে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল করতে পারেনি কোন দল।
নির্ধারিত সময়ের ০-০ গোলে ড্র থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ভারপ্রাপ্ত জেলা আওয়ামিলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদদীন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী।
ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জাহিদ ইকবাল
ফাইনালে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের সানজিদা।
উল্লেখ্য, সেমিফাইনালে কক্সবাজার পৌরসভা টীমকে হারিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলো মহেশখালী।
#চলনবিলের আলো / আপন