যশোরের অভয়নগরে ৬জুন (রবিবার ) সকাল ১০টায় পৌর নওয়াপাড়া ৪নং ওয়ার্ড দেবুর বাগান সংলগ্নে মহাজেরপাড়ায় প্রতিবন্ধি আব্দুল কাদের (৬০) কে একটি হুইল চেয়ার বিতরণ করলেন গরীব -অসহায় ও অবহেলিত মানুষের নয়নের মনি আব্দুল মালেক হাওলাদার ৷ দু’নয়নে অশ্রু ঝরিয়ে প্রতিবন্ধি আব্দুল কাদের বলেন, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে অন্ধকুঠিরে পড়ে আছি আর কতদিন যে সূর্যের আলো ,মুক্ত হাওয়া দেখতে পারি নাই -তা আমার মনে পড়ছেনা ৷ প্রাণ খুলে এই দোয়াই করিযে ,পরম-করুনাময় আল্লাহর রহমতে আমাদের ওয়ার্ডের অভিভাবক আঃ মালেক হাওলাদেরকে যেন অসহায় হত-দরিদ্রের পাশে থেকে স্বার্বক্ষণিক দান করার তৌফিক দেন আমিন ৷ এ সময় উপস্থিত ছিলেন , বায়তুল মোকাদ্দাস মসজিদের সাধারণ-সম্পাদক মোঃ রিপন হোসেন , মসজিদের কোষাদক্ষ মোঃ আলাউদ্দিন, মোঃ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷
#চলনবিলের আলো / আপন