বান্দরবানের লামা হলি চাইল্ড স্কুলের নবম শ্রেণীর ছাত্র মো. ইমতিয়াজ (১৬) বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। রবিবার (০৬ জুন’২১) পৌনে ৯’টায় চেয়ারম্যান পাড়া আমজাদ প্রফেসরের বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত ইমতিয়াজকে স্থানীয় লোকজন উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জবাব দিয়ে দেই। পরে স্বজনরা তাকে ম্যাক্স হসপিটাল লিমিটেড চকরিয়া শাখায় ভর্তি করায়।
এসময় ম্যাক্স হসপিটাল লিমিটেডের নিয়মিত চিকিৎসক ডা. সুকান্ত দেব (মিশু) জানিয়েছেন, ধাক্কার জোর বেশি হওয়ায় পায়ের হাড্ডি এবং একটি আঙ্গুলের হাড্ডি ভেঙ্গে গেছে। চিকিৎসা চলমান।
জানা যায়, মো. ইমতিয়াজ (১৬) সকালে বাইসাইকেল করে কোচিংএ যাওয়ার সময় স্লো গতি বাইসাইকেলের পেছনে আচমকা দ্রুতগামী মোটরবাইক এর ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে পায়ে-হাতে হাটু এবং মাথায় গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা বাইকটি জব্দ করে। আহত ইমতিয়াজ (১৬) মেরাখোলা মুসলিমপাড়া আব্দুল মাবুদ এর ছেলে।
#চলনবিলের আলো / আপন