মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র প্রথম মৃত্যু বার্ষিকী সোমবার।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানান, মরহুমার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার সকল মসজিদে বাদ যোহর দোয়া মিলাদ, উপজেলা কেন্দ্রীয় মসজিদে বাদ আছর দোয়া মিলাদ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দির, বিষ্ণু মন্দিরসহ সকল মন্দিরে বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হবে। দোয়া মিলাদ ও প্রার্থণা সভায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ মরহুমার পরিবারের স্বজন, আত্মীয় স্বজন ও শুভাকাক্সিখরা উপস্থিত থাকবেন।
গত বছর ৭জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছিলেন।
#চলনবিলের আলো / আপন