ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমি সেবা সপ্তাহ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে প্রেসব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। হরিপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আগামী ৬ জুন হতে ১০ জুন ভূমি সেবা সপ্তাহ-২০২১ অনুষ্ঠিত হবে।
উক্ত সেবা উপজেলা বাসীর নিকট আরো সহজতর করার নিমিত্তে ৫ই জুন শনিবার দুপুরে নিজ অফিস রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর করিম। মত বিনিময়ের পূর্বে প্রেস ব্রিফিং করেন তিনি।
তিনি জানান, উক্ত সময় সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমিসেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য,পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হবে।
তিনি আরো জানান,সম্মানিত সেবাগ্রহীতাদের এসব বিষয়ে অবগত করার জন্যই এ আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান খোকন প্রধান সহকারী উপজেলা ভূমি অফিস, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম সুজা, সহ: সভাপতি নগেন বাবু, সাধারণ সম্পাদক এমএ রসিদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা, সাংবাদিক, রেজাউল ইসলাম, জসীম উদ্দীন ইতি, ওয়াসিম আলী, রাগীব আহসান রাজু, জহিরুল ইসলাম জীবন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন