‘মুজিববর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে র্র্যালী,মানববন্ধন, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্টিত হয় |
সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ,মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকে প্রথমেই বর্ণাঢ্য র্র্যালীর আয়োজন করা হয় | উক্ত র্র্যালী উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে গোরকঘাটা বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা গেইটে শেষ হয় | র্র্যালী পরবর্তী সময়ে মহেশখালী উপজেলার আরেক পরিবেশবাদী সংগঠন ‘বাপা’এর সাথে একত্রিত হয়ে মানববন্ধন করা হয় | উক্ত মানববন্ধনে বাপা ও সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ,মহেশখালী উপজেলার সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন |
মানববন্ধন পরবর্তী সময়ে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ,মহেশখালী শাখার নিজস্ব কার্যালয়ে পরিবেশ দিবসের উপর আলোচনা সভা অনুষ্টিত হয় |
পরিবেশ দিবসের গুরুত্ব,তাৎপর্য ও পরিবেশ রক্ষণাবেক্ষনে একজন পরিবেশকর্মীর করণীয় বিভিন্ন বিষয়ের উপর উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন | উপজেলার সভাপতি মোঃ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শাহ নেওয়াজ কামাল,সাংগঠনিক সম্পাদক সম্পাদক সাদ্দাম আদিব,দপ্তর সম্পাদক মোঃ আরাফাত উদ্দিন সুমন,পৌরসভার সভাপতি আজিজুর রহমান আজিজ সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ পৌরসভা,কুতুবজুম,ছোট মহেশখালী ও বড় মহেশখালীর সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দরা বক্তব্য রাখেন |
উক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন সেভ দ্যা ন্যাচারের উপজেলার সভাপতি মোঃ মিজানুর রহমান,সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাদ্দাম আদিব |
সভায় বক্তারা পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মহেশখালী উপজেলায় পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন | পাশাপাশি মহেশখালীর বেড়িবাঁধ টেকসই ও স্থায়ীকরণ,পাহাড়কাটা নিধন,নদী থেকে বালু উক্তোলন বন্ধ করা ও প্যারাবন নিধন সহ জীব-বৈচিত্র্য রক্ষার উপর আলোকপাত করেন।
#চলনবিলের আলো / আপন