জামালপুরের মেলান্দহে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতল বাস্তবায়নে এবং প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে,(এল ডি ডি পি)প্রাণীসম্পদ প্রদশণী – ২০২১’র উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ’র সন্চালনায়, ৫-জুন সকাল ১০-টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। উপস্হিত আমন্রীত অতিথি ও ডেইরি উন্নয়ন প্রকল্প সমৃদ্ধ এবং ভেটেনারিদের উদ্দোশ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জহুরুল ইসলাম,উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের ঠিকাদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান ডা: ইউনুস আলী, নাংলা ইউনিয়নের চেয়ারম্যান মাফুজুল হক মাফল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, মহিলা কাউন্সিলর জয়নব বেগম, হাসমতউল্লাহ হাসেম, শহিদুর রহমান, রেজাউল করিম, উপজেলা যুবলীগ সহ-সভাপতি রোকনুজ্জামান তালুকদার রুবেল, যুবলী সাধারন সম্পাদক শাহীন বাঘা প্রমুখ। উক্ত প্রদশণী-তে ২৫-টি পশু পখির ষ্টল প্রধান্য পায়। অনুষ্ঠান শেষে ডেইরি ফার্ম মালিকদের ১ম,২য়,ও ৩য় হয়েছিল তাদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
#চলনবিলের আলো / আপন