ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (৫ই জুন) আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসৃচি নান্দাইল চৌরাস্তা চত্বরে পালন করা হয়েছে। এভারের প্রতিপাদ্য “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন করা হয়। সবুজ আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি এবি সিদ্দিক খসরু, লেখক ও কলামিষ্ট মো. সাইদুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, এইচ এম সাইফুল্লাহ, রফিকুল ইসলাম মোড়ল, মাহাবুব আলম খান, মো. আজিজুল হক প্রমুখ। আলোচনা শেষে নান্দাইল প্রেসক্লাবের সামনে জনগনের মাঝে বৃক্ষরোপনের জন্য বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন