শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালপুর ধানের শীষ প্রতীকের এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইল-২ আসনে ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক গোলাম রসুল ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত; ২ লাখ টাকা জরিমানা ও ২ জনের জেল আটঘরিয়ার পুস্তিগাছা বাজার সংলগ্ন পাকা  রাস্তা দখল করে ইটের রমরমা ব্যবসা লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

ছেলের মুক্তি চেয়ে পিতার সংবাদ সম্মেলন

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ

অভয়নগর নওয়াপাড়া প্রেসক্লাবে নিজ ছেলের মুক্তি চেয়ে পিতা জি এম আনোয়ার সংবাদ সম্মেলন করেছেন।লিখিত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ্য করেন, আমার ছেলে,জি এম নাজমুল ইসলাম,এর উপর যে,অন্যায়-অবিচার হয়েছে তাহার সুষ্টু তদন্ত স্বাপেক্ষে দোষীদের শাস্তি এবং নিরপরাধীর মুক্তি পাওয়ার লক্ষে আপনাদের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরছি মামলা নং – ২৬/৩৯৪,তারিখ-২৫/১২/২০১৮ ইং সালে গৌরনদী থানা,বরিশাল। পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে অস্র সকল প্রকার মাদক ও জাল টাকা সহ ৩ জন আসামীকে আটক করে। ১ নং আসামী হিরা মাঝি ও ৩ নং আসামী পলাশ কুমার মিত্র ১৬৪ ধারায় জবানবন্দি দেয় যে, মামলার ৯ নং আসামী অনু(৪৫), মোবাইল নং – ০১৭৯১০১৪২২০, এই নম্বরটি আমার ছেলের নয়। পিতা অজ্ঞাত, সাং অজ্ঞাত, জেলা- যশোর ফেন্সিডিল ব্যবসায়ী হিসাবে পরিচিত ১ নং আসামী হিরা মাঝি তাহার নিকট হতে ফেন্সিডিল নিয়ে বরিশালে সরবরাহ করিত।

তিনি লিখিত বক্তব্য আরো বলেন,২০১৯ সালে অত্র মামলার চুড়ান্ত রিপোর্টে ৯ নং আসামী জি এম নাজমুল ইসলাম, পিতা- জি, এম আনোয়ার, সাং নওয়াপাড়া,অভয়নগর, জেলা- যশোরকে আসামী করে,তদন্তকারী অফিসার চুড়ান্ত রিপোর্ট দাখিল করে। আমি ২০২১ সালে বিষয়টি অবগত হইয়া আমার ছেলেকে নিয়ে বরিশালে বিচারিক আদালতে হাজির করে, জামিনের আবেদন করি। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে। আমার ছেলেকে জেল হাজতে পাঠায়,পরবর্তীতে একাধিকবার জামিন চেয়ে আবেদন করেলেও নামন্জুর করে। তারপর উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করি সেখানেও তার জামিন নামন্জুর করে। এরমধ্যে আমি হিরা মাঝির বাড়িতে যাই তার কাছে সমস্ত ঘটনা শুনি এবং জানি অত্র মামলার মূল আসামী আসিফ হাসান অনু(৪৫), পিতা- মৃত- আক্কাস মাষ্টার,সাং আলমনগর, ডাক- আন্দাবাজার,উপজেলা- সদর, জেলা- যশোর। এই মামলার আসামী আমার ছেলে জি,এম নাজমুল ইসলাম নয়, পুলিশ অর্থের বিনিময়ে মূল আসামীকে আড়াল করিয়া আমার ছেলেকে অত্র মামলায় অন্তর্ভুক্ত করিয়াছে। আমার ছেলে ঢাকা রিসোর্স সেন্টারের বি,বি,এ অধ্যয়ণরত তখন তার বয়স- ২২ বছর। বিনা দোষে বিনা অপরাধে আমার ছেলেটি জেল- হাজতে অতিবাহিত করছে। সামনে তার পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহন করতে না পারলে তার ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে।

তাই আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি মাননীয় প্রধানমন্রীর অধীনস্থ দেশের স্বরাষ্ট্রমন্রীর কার্যালয় হতে অধিকতর,সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি হোক এটাই আমিও চাই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর