মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার তেউটিয়া বড় নওপাড়া বাজারে গনসংযোগ ও অসহায়দের মাঝে উপহার তুলে দিলেন গরীব-দুখীর দুঃসময়ে সাথী শিবলী বেপারী।
গনসংযোগে লৌহজং এর মাটি ও মানুষের সঙ্গী শিবলী বেপারীর সঙ্গে উপস্থিত ছিলেন “বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ” কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সোহেল চৌধূরী, মোঃ বাবুল মুন্সি ডেপুটি কমান্ডার লৌহজং উপজেলা ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আওমীলীগ বাস্তহারা নেতা লায়ন আবুল কালাম আজাদ, এম আর মামুন সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিন, শামসুল আলম বুলু সভাপতি “বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ” রংপুর জেলা শাখা ও এলাকার কিছু সাধারণ জনগন। সাধারণ মানুষের বন্ধু শিবলী বেপারী কে কাছে পেয়ে সবায় খুবই আনন্দিত হয়।
এসময় বাজারেও তিনি অল্প কিছু কাপড় উপহার দেন “বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ” কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সোহেল চৌধূরী হাত দিয়ে গরীব-দুঃখী মাঝে।
উক্ত সময়ে বাজারে সাধারণ জনগন বলেন, আগামীতে আমাদের (লৌহজং এর বর্তমান) এমপি মহোদয়কে নিয়ে এ ধরনের উপহার দেবার জন্য উনোরোধ জানান।
#চলনবিলের আলো / আপন