নগরীর কাশিপুর এলাকায় বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এবিএম জসিম উদ্দীন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দীন পটুয়াখালীর টেলিখালি এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জানা গেছে, জসিম উদ্দীন পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বৃহষ্পতিবার বিকেল তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশিপুর নামক এলাকায় বিপরীতমুখি বিআরটিসি বাসের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এসআই আলমগীর হোসেন।
#চলনবিলের আলো / আপন