পাবনার ভাঙ্গুড়ায় বৃহস্পতিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান,অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমূখ। ডাঃ হালিমা খানম বলেন, আগামী ৫-১৯ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। সে সময় তিনি শিশুদের টিকা দিতে ভরা পেটে নিয়ে আসার অনুরোধ জানান। সভায় স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকরা তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে এই টিকা খাওয়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
#চলনবিলের আলো / আপন