বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

সলঙ্গায় মাংশ হাটা রাস্তাটি সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৪:৪৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদর জনতা ব্যাংক গলি হতে অগ্রণী ব্যাংক হয়ে মাংশ হাটা পর্যন্ত সামান্য রাস্তা সংস্কার না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাটুরেদের। সামান্য বৃষ্টিতে কাদা-পানি আর ময়লা আবর্জনা পড়ে রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। গতকাল বৃহ:বার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,জৈষ্ঠ মাসের বৃষ্টি-কাদায় রাস্তার বর্জ্য ঠিক মত পরিস্কার করার সুযোগ না থাকায় পানি জমে উক্ত রাস্তাটি জনগনের চলাচলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

উক্ত রাস্তা দিয়ে ভ্যানগাড়ি,মোটর সাইকেল নিয়ে চলতে গিয়ে রাস্তার দৃর্গন্ধযুক্ত ময়লা পানি ছিটে পথচারীদের জামা-কাপড় নষ্ট হচ্ছে। উক্ত রাস্তার পুর্ব পাশের ঢোপ ঘর গেঞ্জির দোকান্দার লিটন মোর্শেদ,জিয়াউর,আয়নুল,গোলাম,ইসমাইল,আ: রহমান সহ অনেকেই জানান,সামান্য এই রাস্তার মাঝখানে কাদা-পানি জমে থাকায় পথচারী আর হাটুরেরা আমাদের দোকানের সামনে দিয়ে সব সময় লাইন ধরে চলতে থাকায় আমাদের ব্যবসা পথে বসেছে। কোন ক্রেতা আমাদের দোকানের সামনে দাঁড়ানোর মত সুযোগ হয় না, শুধু রাস্তা সংস্কার না করার কারনে। রাস্তাটির পশ্চিম লাইনের মুক্তা ফ্যাসন,রাজ কালেকশন,জেরিন ফ্যাশনের মালিক সহ অনেক দোকান মালিকগণ অভিযোগ করে বলেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর হাট ইজারাদারদের উদাসীনতার কারনে এ রাস্তাটি বেহাল অবস্থায় জনগনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

সলঙ্গার সচেতন মহল জানান,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর ঘুড়কা ইউপির সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সলঙ্গা হাটে চলাচলকারী প্রায় রাস্তাই ইতিমধ্যে পাকা হওয়ায় হাটুরেরা সুন্দর পরিবেশে বেচাকেনা করতে পারছেন। ইদানিং হাটটি খন্ড কালিন ৭ দিন,১০ দিন,১৫ দিনের ডাক হওয়ায় সংস্কার তো দুরের কথা বর্তমানে হাটটি অভিভাবক শুন্য হয়ে পড়েছে। সচেতন মহলের দাবী, আশা করি নতুন হাট ইজারাদার/কর্তৃপক্ষের প্রচেষ্টায় এ রাস্তাটিও সংস্কার হবে। তাই ভুক্তভোগীরা হাট ইজারাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কারের জোর দাবী জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর