সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের বস্তা ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২ জুন) বিকেল ৫ টায় জেলা পাট কর্মকর্তাকে সাথে নিয়ে সলঙ্গা বাজারে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য গুহ ও তারানা আফরোজ ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা ও পরবর্তীতে পাটের ব্যাগ ব্যবহারে সতর্ক করেন।জরিমানাকৃত ব্যবসায়ীরা হলো- দুলাল কুন্ডু ৫ হাজার টাকা,মামা ভাগ্নে ট্রেডার্স ১০ হাজার টাকা,মজনু সরকার ১ হাজার টাকা,সৈয়দ আলী ১ হাজার ৫০০ টাকা, জুয়েল মাহমুদ ১ হাজার টাকা,আব্দুর রাজ্জাক খাঁন ১ হাজার টাকা, ছবুর আহমেদ ও আব্দুল ওহাবকে ৫০০ টাকা করে জরিমানা করেন। এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ জানান,সবাই পাটের বস্তা ব্যবহার করবেন, প্লাস্টিকের বস্তা বা কেউ পলিথিন ব্যবহার করবেন না। এর পরবর্তীতে আপনাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তা পাওয়া গেলে আরও বেশি করে জরিমানা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন