করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়াই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেথে নওগাঁর আত্রাই বিশা ইউনিয়নের উদ্যোগে বিশা ইউপির সকল মসজিদের ইমাম এবং মসজিদের সভাপতিদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার সমসপাড়া হাই স্কুলের হলরুমে এ মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
বিশা ইউনিয়নের চেয়ারম্যানে মোঃ আঃ মান্নান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সহ সমসপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম ও মোঃ আজাহার আলী প্রমুখ।
বিশা ইউনিয়নের ৬৫ টি মসজিদের ইমাম এবং মসজিদ সভাপতিদের মাঝে ২ বক্স মাস্ক এবং ৫টি করে সাবান বিতরণ করা হয়। এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে চলাফেরা করতে অনুরোধ জানান।
#চলনবিলের আলো / আপন