কক্সবাজার মহেশখালীর মোহাম্মদ লালুর দুই ছেলে আইয়ুব আলী (১৬) ও আশরাফ আলী(১৪) দীর্ঘ ৭ বছর ধরে সারকোমা নামে এক কঠিন রোগ নিয়ে অভিশপ্ত জীবনযাপন করছেন। তারা এই অভিশপ্ত জীবন নিয়ে এতো অল্প বয়সেও বন্ধুদের সঙ্গে খেলা হয় না তাদের। যেখানেই যায় কেউনা কেউ তাদের প্রতিবন্ধী বলে আলাদা করে দেয়৷ ফলে তাদের মনের অজান্তে জন্ম নেয় অভিশাপ৷ তারা ভাবতো আমাদের মতো কেউ প্রতিবন্ধী না হলে আমাদের কষ্ট কেউ বুঝতে পারবেনা৷
এ প্রতিবন্ধী দুই ছেলের বিষয়ে আমাদের প্রতিবেদক কথা বলেন মোহাম্মদ লুলুর সাথে। মোহাম্মদ লুলুর বাড়ি উপজেলার কালারমারছড়া ইউনিয়ন মাইজপাড়া গ্রামে। লালু জানায়, আমার এই দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১ বছর চিকিৎসারত ছিলাম, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমি একজন কৃষক মানুষ আমার পক্ষে এই সন্তানগুলোর চিকিৎসা ব্যবস্থা করার মতো সহায় সম্বল নেই। তাই সমাজের বিত্তবানরা যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো ছেলেগুলো স্বাভাবিক জীবন ফিরিয়ে পাবে।
উল্লেখ যে এরা দুই প্রতিবন্ধীর মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই থেকে তাদের পরিবারের আবস্থা অসস্থল হয়ে পড়ে।
প্রতিবন্ধীর পিতা মোহাম্মদ লালু সবার সহযোগিতা কামনা করেন।
#চলনবিলের আলো / আপন