পাবনার ভাঙ্গুড়ায় ফসলী জমিতে পুকুর খনন করে সরকারি রাস্তা দখলের পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতান পুর গ্রামের গ্রামবাসী। অনুলিপি দিয়েছেন সহকারি কমিশনার (ভুমি) ভাঙ্গুড়াকে। অভিযোগ প্রাপ্তির বিষয় স্বীকার করেছেন ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান ।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলা খানমরিচ ইউনিয়নের সুলতান পুর মৌজার সুলতান পুর গ্রামের পূর্বাংশ হতে সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা সংলগ্ন আরএস ৫৭০নং দাগের ফসলি জমিতে ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. শহিদুল ইসলাম ঈদের দুদিন পূর্বে গভীর রাতে ভেকু দিয়ে অবৈধ্য পুকুর খনন করিয়েছে। অবৈধ্যভাবে সরকারি রাস্তার প্রায় ৩০০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া কেটে পুকুরের পাড়ের সাথে সংযুক্ত করেছেন। এছাড়াও পুকুরের পাড় না বাধিয়া সরকারি রাস্তার উপর সরু উচু করে মাটি ফেলিয়ে পাড় বাধিয়েছে।
অপর পৃথক অভিযোগে একই মৌজার আরএস ৫৬৯নং দাগে মৃত মক্তব প্রাং এর ছেলে মোঃ মোফাজ্জাল হোসেন ফসলি জমি কেটে পুকুর খনন করেছেন। ওই একই রাস্তা সংলগ্ন পুকুরের পাড় না থাকায় ৫০০ ফুট লম্বা ও ৫০ ফুট চওড়া রাস্তার অংশ পুকুরের ভিতর ভেঙ্গে গিয়েছে।
যে কারণে গ্রামবাসী ও স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের স্বাভাবিক চলা ফেরা মারাত্বকভাাবে ব্যহত হচ্ছে। অপর দিকে রাস্তার একাংশ উচু হওয়াতে বর্ষা মৌসুমে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। সে কারণে সরকারি রাস্তার উপর হতে পুকুরের পাড় অপসারণ করা ও রাস্তার যে অংশ খনন তা ভরাট করার আদেশ হওয়া একান্ত দরকার । নতুবা এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন