ময়মনসিংহের নান্দাইলে নিয়মিত বিদ্যুৎ সরবরাহসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পল্লী বিদ্যুতের কেন্দ্রীয় চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২ জুন) দুপুরে উপজেলা বিদ্যুৎ গ্রাহক অধিকার সংরক্ষন পরিষদ এই স্মারক লিপি প্রদান করেন।
পরিষদের আহ্বায়ক মানবাধিকার সংগঠক সাংবাদিক মো. এনামুল হক বাবুল ও সদস্য সচিব লেখক ও কলামিস্ট মো.সাইদুর রহমানের নেতৃত্বে নান্দাইল আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ও নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে উক্ত স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক অধিকার সংরক্ষন পরিষদের যুগ্ম আহ্বায়ক এ.হান্নান আল আজাদ,সদস্য আহসান কাদের মাহমুদ (কাদের ভূইয়া),জাকির হোসেন ভুইয়া, সাংবাদিক রফিকুল ইসলাম,আবু হানিফ সরকার, রফিকুল ইসলাম মোড়ল, ফরিদ মিয়া, এইচএম মিজান, নারী নেত্রী শেফালী আক্তার প্রমুখ।
#চলনবিলের আলো / আপন