পাবনার আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ এর আর্থিক সহযোগিতায় ১৪ দিন ব্যাপী ৬০জন যুবকদের নিয়ে মোবাইল সার্ভিসিং ও রিপিয়ারিং বিষয়ক প্রশিক্ষণ গতকাল বুধবার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, জায়কার উপজেলা কর্মকর্তা এরশাদুল ইসলাম, প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান মুরাদ। সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও টাকা বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন