বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনা কাশিনাথপুরের কৃতি সন্তান প্রফেসর ডঃ মোঃ ইমদাদুল হক জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন –শুভেচ্ছা জানিয়েছেন পাবনাবাসী

শামীম আহমেদ সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ণ

পাবনা  জেলার সাঁথিয়া উপজেলাধীন  কাশিনাথ পুর এর কৃতি সন্তান ও কাশিনাথ পুর আঃ লতিফ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও উদ্ভিদ জীব বিজ্ঞান অণুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ ইমদাদুল হক কে জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রফেসর ডঃ মোঃ ইমদাদুল হক কাশিনাথপুর ইউনিয়নের (হেদায়েতী পাড়া) সাবেক মরহুম চেয়ারম্যান এফাজ উদ্দিন মোল্লা সাহেবের ২য় পুত্র। আমরা পাবনা তথা কাশিনাথপুর বাসী তাঁর এই পদে নিয়োগের জন্য শিক্ষামন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি এবং প্রফেসর ডঃ মোঃ ইমদাদুল হকের দীর্ঘায়ু কামনা করেছেন|

মঙ্গলবার (১ জুন ) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুসারে ড. মো. ইমদাদুল হক, অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও ডিন, জীববিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ শর্তে ইমদাদুল হককে এ নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলা: ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিযোগের মেয়াদ ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে অবশিষ্টাংশ পূর্ণ করবেন। ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানকালে এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। চলতি বছরের ১৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন। এর আগের দিন ১৭ মার্চ অনেকটা অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন অধ্যাপক ড. মীজানুর রহমান। এর আগে ১৭ মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর থেকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর