সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে রেজাউল করিম (২৭) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল বরিশালের গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের মৃত নুর ইসলাম হাওলাদারের পুত্র।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার আধুনা গ্রামে সহকর্মী আল আমিনকে নিয়ে সাপ ধরতে যায় সাপুড়ে রেজাউল। ওই গ্রাম থেকে দুইটি বিষাক্ত সাপ ধরেন সাপুড়ে রেজাউল। এরমধ্যে একটি সাপ সহকর্মী আল আমিনের কাছে দিয়ে আরেকটি নিজের কাছে রাখেন। এসময় নিজের কাছে রাখা বিষাক্ত সাপ রেজাউলকে কামড়ে দেয়। সাপুরের রেজাউলের সহকর্মী আল আমিন জানান,সাপুরে রেজাউলের সহকারী আল আমিন জানান, রেজাউল করিমকে সাপে কামড় দেয়ার পরপরই চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা না দিয়ে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জেনারেল হাসপাতাল থেকে তাকে আবার শেবাচিমে পাঠানো হয়। শনিবার দিবাগত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
#চলনবিলের আলো / আপন