জামালপুরের মেলান্দহে দির্ঘ দিন থেক অবৈধভাবে বঙ্গোবন্ধু ব্রীজের গার্ডার সংলগ্ন থেকে অবৈধ ভাবে বালু খেকো বালু উত্তোলনের দায়ে চক্রের আবু বক্কর নামের একজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মেলান্দহের সহকারী কমিশনার (ভুমি) মো: সিরাজুল ইসলাম। কিছু দিন আগে রমজানে ঐ অবৈদ্ধ বালু উত্তলনের সময় বালু মহল থেকে চারটি মাহিন্দ্র ট্রাক্টর ধরেনিয়ে আসে প্রশাসন জরিমানা দিয়ে তা ছাড়িয়ে নেয়। বালু উত্তোলনের একটি চক্র রয়েছে ওখানে। ২৯ মে দুপুরে মেলান্দহ উপজেলার ১-নং দুরমুঠ ইউনিয়নের বীরহাতিজা বঙ্গোবন্ধু ব্রীজের নিচে একটি চক্র দির্ঘ দিন থেকে বালু উত্তোলন করে আসছে বেকো দিয়ে বালু উত্ততোলন করায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এতে নতুন ব্রীজের গার্ডার নরমাল হয়ে যেকোন সময় বন্যায় ব্রীজের খতি হতে পারে। সহকারী কমিশনার (ভুমি) মো: সিরাজুল ইসলাম জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে বালু উত্তলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
#চলনবিলের আলো / আপন