শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালপুর ধানের শীষ প্রতীকের এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইল-২ আসনে ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক গোলাম রসুল ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত; ২ লাখ টাকা জরিমানা ও ২ জনের জেল আটঘরিয়ার পুস্তিগাছা বাজার সংলগ্ন পাকা  রাস্তা দখল করে ইটের রমরমা ব্যবসা লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসেরর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গণস্বাক্ষর অভিযান

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ

যথাযথ স্বাস্থ্য সুরক্ষার পরিবেশ নিশ্চিত করে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হয়। আজ ২৯ মে ২০২১, সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্রনেতা মুহাম্মাদ মনির হোসাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি কে এম ইমরান হুসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আহসান আহমদ খান এর পরিচালনায় স্বাক্ষর কর্মসূচি উদ্বোধনকালে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আফজাল হোসাইন কামিল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাইল খন্দকার, সাবেক ছাত্র নেতা মুহাম্মদ খালেদ সানোয়ার, ঢাকা মহানগরী উত্তর বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান রাসেল। উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, করোনাকালে লকডাউন চলাবস্থায়ও সরকার সকল প্রকার অফিস, আদালত, কল কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরী ও যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে কিন্তু কোন এক অজানা কারণে সকল প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। বারবার শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েও আশাহত করেছে।

 

শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। তিনি আরো বলেন, বেসরকারী গবেষণায় দেখা গেছে, ইতোমধ্যে প্রায় ৪০% শিক্ষার্থী ঝরে পড়েছে। তাই অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহের মত কর্মসূচির মাধ্যমে তাদের সাথে ছাত্র সংগঠনগুলোর সম্পৃক্ততা গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, ছাত্র মজলিসের স্বাক্ষর সংগ্রহ অভিযানের সাথে সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের পূর্ণ সমর্থন রয়েছে। ছাত্র মজলিসের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করবে।” উল্লেখ্য ছাত্র মজলিস শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাহিকতায় গত ২৭ ও ২৮ মে সারাদেশের বিভিন্ন মহানগর, জেলা, শহর ও উপজেলায় মানববন্ধন কর্মসুচি পালন করে। ২৯ মে ২০২১ থেকে ৮ জুন ২০২১ পর্যন্ত দেশব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ অভিযান চলমান থাকবে। ১০ জুন ২০২১, শিক্ষা মন্ত্রনালয় অভিমুখে পদযাত্রা ও শিক্ষামন্ত্রীর নিকট শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাক্ষর হস্তান্তর।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর