কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের প্রাণকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থান হাই স্কুল স্টেশন এর আইন-শৃংখলা ও ক্রেতা বিক্রেতার নিরাপত্তার স্বার্থে ‘হাইস্কুল স্টেশন ব্যবসায়ী সমিতির’ আংশিক কমিটির অনুমোদন হয়েছে। ২৯ শে মে বিকাল ৮ টার দিকে হাই স্কুলে স্টেশনে অস্থায়ী অফিসে সকল সাওদাগরদের উপস্থিতিতে বৈঠকের মতামতের ভিত্তিতে উক্ত কমিটির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে পরিচালনা কমিটির সভাপতি হিসাবে সিদ্ধান্ত করা হয়েছে ৬নং ওয়ার্ডের বর্তমান এমইউপি মোসলেম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি পদে ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক এনামুল হক, সাধারণ সম্পাদক হিসাবে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মুদির দোকানের স্বত্বাধিকারী মালিক সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হিসাবে মিসবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিশু অর্থ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আবিদ, ক্রীড়া সম্পাদক এহেসান,সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আজিজ সহ-সভাপতি (১) রায়হান (২) জাহেদ কায়সার, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ সাকের, সিনিয়র সদস্য হিসাবে যাদের রাখা হয়েছে- (১)নুরুল হক, (২) মোহাম্মদ ইলিয়াছ (৩)হুমায়ুন কবির ,(৪) ইমরুল কায়েস,(৫) জহির আলম। এই সময় পরিচালনা কমিটির আলোচনা ও পরামর্শক্রমে সকল সদস্যদের মতামতের ভিত্তিতেই কমিটির মূল কাঠামো গঠনপূর্বক ভর্তি ফি, মাসিক ফি ও স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন বিষয়কসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে ব্যবসায়ী সমিতির ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। পরিচালনা কমিটি সহ সকল সদস্যেকে আগামী জুন এর ১/২ তারিখের মধ্যে ভর্তি ফি আদায় পূর্বক সদস্য নিশ্চিত হওয়ার জন্য পরিচালনা কমিটি বিশেষভাবে অনুরোধ করেন।
#চলনবিলের আলো / আপন