সিরাজগঞ্জের সলঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০ ঘটিকায় সলঙ্গা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মিলন চন্দ্র ঘোষ। ২০২১-২০২২ অর্থ বছরের সলঙ্গা ইউনিয়নে ২ কোটি ৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা বাজেট ঘোষনা করেন, ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৫ লাখ ৪১হাজার ৩ শত টাকা মাত্র।
এ সময় উপস্হিত ছিলেন,আল মামুন মন্ডল ইউপি সদস্য ১নং ওয়ার্ড, মজনু মিয়া ইউপি সদস্য ২নং ওয়ার্ড, সুলতান মাহমুদ ইউপি সদস্য ৮নং ওয়ার্ড, আশরাফুল ইসলাম সানোয়ার ইউপি সদস্য ৪নং ওয়ার্ডসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরে খোলামেলা বক্তব্য প্রদান করেন। এ সময় বাজেট নিয়ে সাধারন মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার। সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
#চলনবিলের আলো / আপন