আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের বড় ভাই, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত সচিব এবং মুক্তিযুদ্ধে বরিশাল অঞ্চলের সুইসাইডিক্যাল স্কোয়াডের প্রধান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খালেকুজ্জামান ফারুক (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার বেলা ১১টার দিকে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি মা, ২ পুত্র, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল আটটায় বরিশাল নগরীর আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজা শেষে কলেজ রোড এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।