জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের গাভীখোলা গ্রামে পানিতে ডুবে নাঈম খান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নাঈম ওই গ্রামের মোশারফ হোসেন খানের পুত্র ও বাকেরগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলো।
তথ্যের সত্যতা নিশ্চিত করে শুক্রবার রাতে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, ওইদিন দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নাঈম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্বজনরা পুকুর থেকে নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
#চলনবিলের আলো / আপন