সিরাজগঞ্জের তাড়াশে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পলাশডাঙ্গা যুবশিবিরের সহ-সর্বাধিনায়ন গাজী ম.ম আমজাদ হোসেন মিলনের বিদেহী আত্নার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এমপি মিলনের নিজ গ্রাম মাগুড়ায় বিদেহী আত্নার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হোসেন আলী হাসান, সহ -সভাপতি আবু ইউসুব সুর্য, তাড়াশ- রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ,তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান তালুকদার ইমন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার প্রমুখ।
উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম ম আমজাদ হোসেন মিলন ১৮এপ্রিল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০২১ইং তারিখে ইন্তেকাল করেন। স্ত্রী দু’ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।মাহফিলে এলাকার ও বাইরের বিশাল জনসমাবেশ ঘটে।
বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন ১৯৪৯ সালের ১১ নভেম্বর সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী চলনবিল অধ্যুষিত মাগুড়াবিনোদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত কবি ম ম আব্দুর রহমান বিনোদী।
তিনি স্বাধীনতার আগে তাড়াশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধকালীন পলাশডাঙ্গা যুব শিবিরের সহ-সর্বাধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি ৪ নম্বর মাগুড়াবিনোদ ইউনিয়নের দু’বার ইউনিয়ন চেয়ারম্যান, দীর্ঘ ১৮ বছর তাড়াশ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ১৯৯০ ও ২০০৯ সালে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ২০১৪ সালে সিরাজগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। আর মৃত্যু পর্যন্ত তিনি তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ।
#চলনবিলের আলো / আপন