টাঙ্গাইলের নাগরপুরে সাবেক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছেলে ও স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর ছোট ভাই মাসুদুর রহমান মাসুদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সাংসদের কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.ফারুক হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম এবং সাধারণ সম্পাদক মো.শাহালম মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আজিম হোসেন রতন এবং সাধারণ সম্পাদক মো.সজিব মিয়া, গয়হাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সম্রাট, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব হোসেন রাজুসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ।দোয়া মাহফিল পরিচালনা করেন, থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ।
উল্লেখ্যঃ- মাসুদুর রহমান মাসুদ ২০১৩ সালের ২৮ মে মৃত্যুবরণ করেন।
#চলনবিলের আলো / আপন