সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার দুপুর একটায় ২০২০-২১ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৪ টি কমিউনিটি ক্লিনিকের মাঝে প্রত্যকটিতে ১টি করে সিলিং ফ্যান, ২টি টেবিল, ২টি চেয়ার, ২টি স্প্রেসার মাপার (বিপি) মেশিন, ১টি গ্লুকোমিটার বিতরণ করা হয়। জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নিদের্শনায় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। এ সময় সলপ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের জন্য ১টি ষ্ট্রিল আলমারি, ২টি চেয়ার বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
#চলনবিলের আলো / আপন