বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের প্রফুল্ল চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী (৩০) আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটে আসার পথে মোটরসাইকেল নিয়ে খাদে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত নিউটনকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিউটন মারা যায়। পুলিশ নিউটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার বরিশাল মর্গে প্রেরন করেছে।
#চলনবিলের আলো / আপন