ময়মনসিংহের নান্দাইলে সাতসকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
২৮ মে শুক্রবার সকাল নয়টার দিকে নান্দাইল চৌরাস্তার উত্তর পাশে আঠারোবাড়ি চৌরাস্তা আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে একটি ইজিবাইক আঠারোবাড়ির দিকে যাচ্ছিল, অপরদিকে কালো রঙের একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে নান্দাইল চৌরাস্তার দিকে আসছিল। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি কে চাপা দিলে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই আঃ খালেক নামে এক বৃদ্ধ মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন (৪৫)নামে একজনকে মৃত ঘোষণা করে। নিহত শাহাবুদ্দিন উপজেলার বাঁশ হাটি গ্রামের বাবর আলীর পুত্র।
এছাড়া একই উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাশেমের পুত্র মজিবুর রহ মান (৩৫) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ, মাইক্রোবাসটিকে জনতা আটক করেছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন