বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুরতলা এলাকার একটি বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে সফিকুর রহমান সফিক (৪৮) নামের এক টিউবওয়েল শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে সফিকের সহকর্মীরা স্থানীয় সংবাদকর্মীদের জানান, সফিক ভোলার সদর থানার শিবপুর গ্রামের বাসিন্দা। তারা আরও জানান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ওই গ্রামের সোহেল খানের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ করার সময় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন সফিক। তাকে উদ্ধার করে বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
#চলনবিলের আলো / আপন