বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা সেলিমুল ইসলামের বিরুদ্ধে চেয়ারম্যান ও সচিব এর স্বাক্ষর, সীল জাল করে ভূয়া জন্ম নিবন্ধন সৃজন করার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ মে,২০২১ ইং) লামার ফাইতং ইউনিয়নে অনুমানিক সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়,অভিযুক্তরা লোভ,লালসা,অসৎ উদ্দেশ্য চরিত্রার্থ ও প্রতারনার আশ্রয় নিয়ে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোং ও সচিব কাজ কান্তি দাশ এর স্বাক্ষর জাল করিয়া নিয়ে বর্ণিত ইউনিয়নের ডিজিটাল উদ্যোক্তা সেলিমুল ইসলামসহ ৫ জন তার সহযোগী মিলে অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দেওয়ায় লক্ষ্যে অন্য এলাকার পারুল আক্তার, পিতা আঃ রহমান, গ্রাম- মোল্লা ঝিরি বরইতলী ইউনিয়নের মেয়ের নামে একটি ভূয়া,জাল জন্ম নিবন্ধন সৃজন করে হস্তান্তর করেন। যাহার জন্মনিবন্ধন নং-২০০৩০৩১৫১২৭১১৪৫২০,ইস্যুর তাং-২৪.০৫.২০২১ইং। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দলিলে চেয়ারম্যান ও সচিব স্বাক্ষরের স্থলে যে সই দেওয়া হয়েছে তা কোনভাবেই আমাদের আসল স্বাক্ষর নয় বলে দাবী করেন ভুক্তভোগীরা।
সেক্ষেত্রে অভিযুক্তরা হলেনঃ (১) ফাইতং ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা মোঃ সেলিমুল ইসলাম (২৫), পিতা- নুর মোহাম্মদ, সাং-শাহ উমরাবাদ (১ নং ওয়ার্ড) কাকারা,চকরিয়া। (২)আলা উদ্দীন (২৭), পিতা- ওয়াজেদ আলী, সাং- সোনাইছড়ি (২ নং ওয়ার্ড)ফাইতং ইউনিয়ন,লামা. (৩) আব্দুল্লাহ (২১),পিতা -মোঃ কামাল হোসেন, সাং-ব্যাইন্মছড়া,ভিজেজার পাড়া (৫নং ওয়ার্ড),বরইতলী, চকরিয়া, (৪).শহীদু ইলমাম(১৯),পিতা হাকীম আলী, সাং-বড় মুসলিম পাড়া (৮ নং ওয়ার্ড), ফাইতং, লামা,বান্দরবান ও ৫. পারুল আক্তার (১৮),পিতা-আঃ রহমান,সাং মোল্লারঝিরি, বরইতলী, চকরিয়া,কক্সবাজার।
এ ব্যাপারে ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোং জানান,সৃজিত জন্ম নিবন্ধনে আমার স্বাক্ষরের স্থলে সে সই দেওয়া হয়েছে তা কোনভাবেই আসল স্বাক্ষর ও সীল নয়। ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা ও তার অন্যান্য সহযোগীদের যোগসাজসে এ রকম অবৈধ কাজ করেছেন। সেক্ষেত্রে প্রতিকার পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমি আবেদন করেছি।
সেক্ষেত্রে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের জিজিটাল উদ্যোক্তা মোঃ সেলিমুল ইসলামের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
আরও লামার বিজ্ঞ সি.জুডিশিয়াল আদালতের কৌশলী এ্যাডভোকেট মোঃ নুরুল আবছার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য,প্রমাণ নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।