বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

ই-পেপার

সলঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

কে,এম আল আমিন,সলঙ্গা প্রতিনিধি :
আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১, ২:৫৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জের সলঙ্গার ভরমোহনী গ্রামে বিষাক্ত সাপের কামড়ে তামিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গলির মধ্যে সাপের কামড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু তামিম সলঙ্গা ইউনিয়নের দক্ষিনপাড়া ভরমোহনী গ্রামের আ: মমিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দীন ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির সময় গোসল শেষে গলির মধ্য দিয়ে বাড়িতে ঢোকার সময় বিষধর সাপ ছোবল দেয়। শিশুটির আর্ত চিৎকারে পরিবারের লোকজন এসে তাৎক্ষনিক ভাবে পাশ্ববর্তী চরগোজা গ্রামের আজাহার ওঝাকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা করেন। ওঝা আজাহার ঝাড়ফুক সহ ঔষধপত্র দিয়ে সাপের বিষ আর নেই বলে শিশুটিকে সুস্থ্য দাবী করেন। এরপর এশার নামাজের সময় শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১০ টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায়। আজ বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৯ টায় নিজ গ্রামে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর