স্কলারশিপের জন্য কানাডা যাচ্ছে জেলার গৌরনদী উপজেলার মেধাবী ছাত্রী হাফসা মাওমি বর্ষা।সূত্রমতে, ছোট বেলা থেকেই মেধাবী ছাত্রী বর্ষা পঞ্চম শ্রেনী, অস্টম শ্রেনী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করে আসছে। বাণিজ্য বিভাগের ছাত্রী হাফসা মাওমি বর্ষা ঢাকার বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ফাস্টক্লাস পেয়ে মেধাতালিকায় নিজের স্থান করে নিয়েছে। ফলে কানাডার থম্পসন রিভার্স বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপের জন্য আগামী ৭ জুন ভোর চারটায় সে (বর্ষা) ঢাকা ত্যাগ করবে।
জেষ্ঠ কন্যা হাফসা মাওমি বর্ষার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা ২০০৪ সালে সংসদের বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে গৌরনদীতে হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদি এবং নলচিড়া ইউনিয়নের হ্যাট্রিক ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা ও তার মা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা পারভীন হাফিজ।
#আপন_ইসলাম