সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় হাত-পা, মুখ বাধা অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ৫:৪৩ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় হাত-পা, মুখ বাধা অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
উদ্ধর করা পুলিশ কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পয়সা এলাকার একটি বালুর মাঠ থেকে ২০-২২ বছরের ওই যুবককে উদ্ধার করেন তিনি। ওই যুবককে তাৎক্ষনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে পরচয়ের কোন কাগজপত্র বা মানিব্যাগ পাওয়া যায়নি।

এসআই মনিরুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক পেশায় ইজি বাইক চালক। দুর্বিত্তরা তাকে অজ্ঞান করে ইজি বাইক নিয়ে পালিয়ে গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, অজ্ঞাত ওই যুবককে হাত-পা, মুখ বেধে অজ্ঞান করা হতে পারে। তারা ওই যুবককে সেই ধরনের চিকিৎসা প্রদান করছেন।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর