মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের প্রধান ফটকের সামনে ট্রাকের চাপায় ইবনে আশোয়াদ (২৪) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
জানা যায় নিহত ইবনে আশোয়াদ নওগাঁ জেলা সদরের দুবলাহাটি গ্রামের আতোয়ার রহমানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন জানান, গার্মেন্টস কর্মী মোটরসাইকেলে করে ঢাকায় তার কর্মস্থলে ফিরছিলেন। তিনি ট্রাকের লেনে ঢুকে পড়েন। বৃষ্টি হওয়ার কারণে পিচ্ছিল ওই লেন দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার উপর পরে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ট্রাক ও মোটরসাইকেলটিকে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। কিন্তু ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।
#আপন_ইসলাম