#চলনবিল_বিধৌত_বড়ালকুলের_কবি_ও_সাহিত্যিক_যারা
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের #ফরিদপুর_উপজেলার কবি ও সাহিত্যিকগণের মধ্যে থেকে কবি ও কথাশিল্পি মোল্লা আলী আছগরের জীবনী পরিচিতি
#মোল্লা_আলী_আছগর:
মোল্লা আলী আছগার ১৯৫৮ সালের ১লা জানুয়ারী বনওয়ারীনগর ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জম্মগ্রহণ করেন।তাঁর প্রকাশিত গ্রন্থসমূহঃ- স্বর্গসুখের আশায় (উপন্যাস), ভুল যখন ভাঙ্গলো(উপন্যাস), গোলাপী বোরখা এবং জংলীকাটা ( উপন্যাস), মিঠে কড়া ( ছড়া),এবং ক্ষুদে বিজ্ঞানীর সুখ স্বপ্ন(সায়েন্সফিকশন), কাব্যগ্রন্থ নির্বাচিত কবিতামালা(২০১৯) এ ছাড়াও তাঁর বেশ কিছু গান রয়েছে।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত হবে-
#কবি_মোঃ_মনিরুজ্জামান_মনিরের জীবন বৃত্তান্ত।