ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পাছঁ গয়েশপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আলাল উদ্দিনের শুক্রবার দিবাগত রাতে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকান্ডে দুধের গাভী ২টি, ষাড় গরু ২টি সহ ৬টি গরুর প্রাণহানি ঘটেছে। এতে করে উক্ত কৃষকের প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কৃষক আলাল উদ্দিন জানান, তার একমাত্র সম্পদ এই গরুগুলো আগুনে পুড়ে মৃত্যুবরণ করায় তার অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে। যা তার জীবনে পূরন করা সম্ভব হবে না। ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল ঘটনারস্থল পরিদর্শন করে বিষয়টি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলিম উদ্দিনকে মোবাইল ফোনে জানিয়েছেন। তারা বলেন, সরকারী বিধিমোতাবেক উক্ত কৃষককে সহায়তা প্রদান করা হবে।
#আপন_ইসলাম