স্থানীয়রা জানায় শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মোক্তার আলীর জমি থেকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে সেতাই আনার মেম্বরের ইটভাটায় আসার পথে সেতাই পাকা রাস্তার উপরে দাড়িয়ে থাকা বিপ্লব হোসেন মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় চালক আরিফ বিল্লাহ্ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। তার বাড়ী বসতপুর ২ নং কলোনী।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটকে রাখে। পরে সমঝোতার মাধ্যমে সেটি ছেড়ে দেয়া হয়।এলাকাবাসী আরো জানান মাটি কাটা গাড়ী, ট্রাক্টর ও ইটভাটর মালিক সাবেক মেম্বর আনোয়ার হোসেন। সে ইটভাটায় মাটি বহনের সময় এই দুর্টনা ঘটে।এব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানান।