বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

রায়গঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৬:৫১ অপরাহ্ণ

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক, দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তাঁকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের দুর্ণীতির অনুসন্ধান করে বিচারের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন হয়েছে। আজ বৃহ:বার (২০ মে) সকাল ১০ টায় ধানগড়া বাসস্ট্যান্ড (চৌরাস্তা)’য় প্রেস ক্লাব চত্বরে রায়গঞ্জ প্রেসক্লাব ও প্রথম আলো বন্ধু সভার যৌথ আয়োজনে এই কর্মসূচী পালিত হয়। রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কে,এম রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচীতে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি টি,এম কামরুজ্জামান লাবু। এ সময় অন্যান্য সাংবাদিক ও সুধী জনদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনি: সহ-সভাপতি এইচএম মোনায়েম খান,সাবেক সভাপতি দীপক কুমার কর, সাংবাদিক ফজলুল হক খান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, আশরাফ আলী, নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান,ধানগড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি শের আলী,শিক্ষক সেলিম রেজা সহ প্রথম আলোর বন্ধু সভার সদস্যরা। উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, সরকারের চলমান উন্নয়নের রোল মডেলের বিপক্ষে প্রশাসনের ভেতরে যারা ঘাপটি মেরে আছে তাদেরই একজন কাজী জেবুন্নেছা। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে তার দূর্নীতির চিত্র জাতীর সামনে তুলে ধরার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও অনতিবিলম্বে তাঁর মুক্তির দাবীও জানান বক্তারা।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর